========================
কবিতা! কবিতা আছেন কার সাথে, বলুন দেখি!
বুকের ভিতর রৌদ্রাজ্জ্বল গোলাপের সু-গন্ধী-
নাকি রস রঞ্জ ভাব ঘুরে প্রণয় শুধু মুখমুখি;
কবিতা বলুন দেখি- তবুও আছেন কার সাথে
বসেন ঘুরেন- এই সংশয়- ভোর হয়েছে সত্যই!


ভাবুন দেখি কবিতা- চলার পথে সন্ধ্যা হবে কি?
ঘুম পারিনির স্বপ্ন বালিশ আবার ভোর হবে কি-
ক্লান্তি দেহ নুনে রঙ, কবিতা কথায়- বলুন দেখি?
মাটির বুকে ঘাসফুল দুলছে কতোদিন-ঘাসফড়িং
বলবে কি, চিহ্নটা হাসবে কি- কবিতা বলুন দেখি।


২৫ অগ্রহায়ণ ১৪২৬, ০৯ ডিসেম্বর ১৯
-----------------------------------