========================
কি নগ্ন কি জঘন্য ! দু’মিতে অপুষ্প ঘ্রাণে ধন্য;
প্রকাশে বলি কবিতা আমার চুরি হলো-
দৃষ্টি অবলকন করে চমকে উঠছে বর্ণগুলো!
লাল সবুজের পাতার গায়ে হায় হায় প্রতিধ্বনি
পুরাতন বলো কিংবা নতুন বলো চুরের
আত্মস্বজন- তবুও আমি কবিতা পুষবো-
এক গভীর জলতরঙ্গে নয় তো ধু ধু বালূচরে;
তোমরা যারা পাঠক আছো দ’হাত স্পর্শে -
দাও হাত তালি- দাও হাত তালি- অথচ কালা
কণ্ঠে আফসোস করো- নিরভে বিবেকে পুড়ো!
এক মিতে কবিতা চুর - কবিতা চুর।
৩১-১২-১৮
------------
( দু’মিতে > তুমি -আমি< এক মিতে ‍তুমি )