আমার কবিতা কোন দিন ফাল্গুন ছোঁয়নি!
আমি হেঁটে হেঁটে যাছিলাম ফাল্গুনের দিকে-
কিন্তু নীল মেঘ দেখলাম আকাশ জুড়ে- তবুও
হাত ছুঁয়ে রঙ মেখে দিলাম বসন্তের দিকে;


অথচ কবিতা বাসন্তি হতে পারলো না- ফাল্গুনের
আগুনে জ্বলছে শুধু রক্তচক্ষু কলমদয়ের কাব্য;
অতঃপর কবিতা তুমি কি ফাল্গুন দেখো
রোজ রোজ ধুপশলা জ্বালাই শোক বিরহে।


০৩ ফাল্গুন ১৪২৬, ১৬ ফেব্রুয়ারি ২১
--------------------------------