===================
হেঁটেই চলছে গভীর স্বপ্ন রাত
স্বপ্নরা উত্তর দিকে যায় একবার
আবার দক্ষিণ দিকে-
এভাবে খেলছে দিবারাত;


এখন নীল এখন সবুজ,
প্রকৃতিরা লাল করেছে অম্লান-
মৃত্যুর অন্তীম পথে কবি
সমস্ত কবিতার ভাবনা যেনো কষ্টপুরী।


হঠাৎ কবিতার আর্তনাদ-
কবির দুচোখ স্বর্গময়
নিঃশ্বাস চলছে বায়স্কোপের মতো
সূর্য শশী নিভু নিভু-
অতঃপর কবি অন্তর্যামী
কবিতার আদার সোহাগে অমরনিশি।
২২-০৪-১৮
========