এলোমেলো হচ্ছে কবিতার দেহ মন অগ্রভাগ
সোজা লাইনে দাঁড়াবার মন মানসিকতা নেই!
অথচ কত নিয়মকানুন জেনেও অবুঝ
পাথরের মতো হেঁটে যায়- সোনালি মাঠ!
রাস্তাগুলো পরিস্কার পরিচ্ছন্ন মোড় বাঁলিশ
তবুও ঘুমাতে কষ্ট, কুমরে ব্যথা হয় রোজ- রোজ
চোখে ঝাপসা দৃষ্টি, খুব সুন্দর, চশমাটাও নেই!
অতঃপর কবিতা এভাবেই হাঁটছে
শুধু বুকপকেট জুড়ে একটা চুমুর গুলি চায়
অপেক্ষা শুধু ভোর সন্ধ্যা রাত-
তারপর ভোর হবে গুলি আসবে,পাখি কিংবা
শিমুলের মতো রাঙাবে রাস্তার মোড়- মোড়
এভাবেই নিঃশেষ দেহ মন কবিতার অগ্রভাগ।


০৬ আশ্বিন ১৪২৮, ২১ সেপ্টেম্বর ২১