======================
চৈতন্য মাঠে খর খরা রবির সাথে
কবিতার সোনালী বর জেগে উঠেছে বেশ;
রাতের ফুল সজ্জায় ভিজা প্লাবন করেছে
আর ঝরা পাঁপড়িতে গল্পের নিঃশেষ-


কিন্তু মাটির জলবায়ুতে যেনো পাতায়
পাতায় নৈঃশব্দ মুখর- দৃশ্যবিরল রবি আর চাঁদ;
বাহ বাহ কৃষ্ণচূড়া রাঙা পথে কি আর্তনাদ !


জেগে উঠও কবি- ঠিক স্বচ্ছ কবিতার মতো!
অথচ তুমি চাঁদ বিরহের অন্তর্লীণ হয়েছো;
ভাবছো তারার খেলায় নিষিদ্ধ বিকেল? না
কিছুতেই না -সৃষ্টি আলোই দেখছো নতুন কিছু ;
বরং তুমি কবি ও কবিতার চৈতন্য রক্ত মাঠ।
০৪-১০-১৮
----------