============================
আজ কাল কবিতার চোখে দেখতে হচ্ছে সবকিছু-
দেখেই বা কি হয়; ধুমধড়াক্কা হচ্ছে তো খুন, ঘুষ
দুর্নীতি ধর্ষণ অথচ কবিতার অঙ্গখানি নিঃচুপ,বর্ণচোরা মুখ;  
খোঁজতে তাতে কি, সম্মানে কিছু করছে বুঝি অপেক্ষা
হয় তো বুঝবে না- যত বল কবিতার দোষ নেই,
আসলে আমরা কিন্তু কবিতার ছোলক বুঝি না-


যত পারি ভন্ডু মুখে সমালোচনা করে যাই, জোছনা!
এ হলো আমাদের কবিতা চয়ণ গল্প কাহিনী রসনা;
তবুও আজ কাল নাকি প্রেম করতে গুন লাগে না-
খুন, ঘুষ, ধর্ষণ হলে নাকি বিচার হয় না- অতঃপর
কবিতা দেখবো না আর কোন কবিতার চোখ।


০৮ শ্রাবণ ১৪২৬, ২৩ জুলাই ২০
-----------------------------