==========================
এক আর্তনাদের ঘুমহীন মেঘলা সময়ের
মধ্যে, কবিতারা ভীষণ নাকি লজ্জায় ভীত-
কারণ- কবিতার ভাব গাম্ভীর্য বুঝতেই পারে না;
তাহলে শিশু দেহের মতো কবিতাকে সাজাবো-
না- কবিতাতে থাকতে হবে রূপক, শিল্পরূপায়ণ চিত্র,


সেটাই বা কথায়? শিশু হাঙ্কুর পারে চুমু খায়
আর কত কিছু; এখন আমি শিশুদের মতো নয়!
বটবৃক্ষের মতো ছায়া হতে শিখেছি,শিশুদের মতো
চেয়ে থাকতে নয় আবার খোঁজ না জানি, কোন
গাঁয়ের অন্তমিল কিংবা ছন্দ, বিষয়বস্তু বা ভাব-


তবুও আমার কবিতা কি কবিতা? একটু শ্বাস প্রশ্বাস
আনা নেয়া হলেই বুঝে নিয় কবিতার যন্ত্রণা।


০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ১৯
-----------------------------