দুচোখের সীমানায় পালল পাথর
কোন কিছু দৃশ্য মলিন করে না;
যত সব পাথর চেয়েও কঠিন!
ভাগ্যকে দোষারোপ করে কি হবে?
কর্ম এতটাই খারাপ ভাবতে পারি না
ঘৃণাও করতে জানি না- মাটির
দিকে আফসোস, অনুতাপ আর কি
অহমিকাই যেনো ফুলশয্যা রাত;
আর উঠন জুড়ে পালল পাথর কিংবা
দেহেতে অহমিকার একরাশ কল্লোল।


২৯বৈশাখ ১৪২৯, ১২ মে ২২