==============
বামন হয়ে চাঁদের
পানে হাত বাড়ায় কে-
বৃন্দাবনে শিমুল গাঁথা
কৃষ্ণচূড়া ছড়ায় সে;


তবুও চাঁদের ঝলক-
জোনাকির পলক-যায়
ছুঁয়ে আঁধার সলক-


অথচ চাঁদেরও কলঙ্ক
আছে; চাঁদ কি জানে
না বুঝে- অবশেষে
মাথায় লয়ে কলঙ্ক বামন
শিমুল হয়ে থাকে।


১১ আশ্বিন ১৪২৬, ২৬ সেপ্টেম্বর ১৯
-------------------------------------