কেনো বুঝি-
বোঝাটা কি আবেগময়-
কাছে চাই!
তবু কেনো দূরে থাকে আসমান
কেউ বলে পাথর্ক্যটা-
মনের বুঝা খর পোড়া অভিমানির ছল!
কাছে এলে -বুকে নিলে
সব সমাধান হবে মাটির বাসন কোসন
তবু কেনো দূরে থাকে আসমান।
এই সংসার আপন নয় পরিপাটি
ভুল ভ্রান্তি- দোষ ক্রটি ক্ষমা
একের ওপর সহ-
মানব সমাজ কেমন করে হয়  
হিংসার পুঁজরি- আবাক
এমন করে আমায় শুধু পুড়াও না  
অগ্নিশয় মন পাড়ায় গন্ডামি
কেনো বুঝি-
বোঝাটা কি আবেগময়।  


২৪ ফাল্গুন ১৪২৮ ০৯ মার্চ ২২