জীবন এক সাদা ঘুড়ির আয়োজন
শুন্যে উড়ে- বাস্প হাওয়ার মন-
ভাবতে গেলে ভাবে না কেউ
পায়রা রঙে রঙিন করো ক্ষণ;
জীবনটা এক ধূসর মৃত্তিকা ছাউনি-
কে দেয় ছায়া পিপাসার নাই পানি,
রাস্তায় মোড়ে কৃষ্ণচূড়া রাঙে শত ফুল
ধরণির কাছে কি এমন করেছি ভুল;
ভুলেই নড়ক দেখাও না পাপের সড়ক-
জীবনটা তো এমন সহজ নয় মড়ক
তবুও চাই এক পায়রা সবুজ মন-
চাই না কাচের সন্নী পোড়া ঘর
রঙধনু রঙে সাজাতে পারো বাসর
তাতেই স্বার্থপুরে হয়ে যাবে স্বার্থক-
মৃত্তিকা ধূলির স্পর্শেই আসে যদি স্মরণ।
১৯-০৯-১৭
=======