==================
কথাগুলো কখন নদীর স্রোত-
কখনো বা ইটভাটার ছাই-
আকাশ নীলে হারিয়ে যাই -
অতঃপর জীবন সাগরে
হাবুডুবু তিমির মতো ভাসাই;
কথাগুলো এমনটি হওয়া চাই-


কথাগুলো প্রেমময় ধু-ধু বালুচর নয়-
ভালোবাসার গোলাপ হতে ভাই
অকারণে কথাগুলো অর্থহীন ধুরছাই-
মলিনময় অর্থ থাকে মাটির বুকে ঠাই;
এভাবেই কথাগুলোর মূল্যমধুর চাই -চাই-
বাহারি সুগন্ধী সুবাস ভাসবে তরী বায় বায়।
৩০-০৬-১৮
---------------