একটা কঠিন শব্দের মধ্যে সৃষ্টি সুলভ
কিছু ঘ্রাণ ছড়ায়! সেখানে সহজ
সরলের আর্তনাদ বিমুখ অথচ
স্বপ্ন রাত ক্ষণ হয়- দুর্লভ পূর্ণিমার চাঁদ;


অথচ একটা প্রণয়ের ভাবনাতে
আপন তিক্ততে সংঘাত-
কোখন সুখের কিংবা দুখের
এতো মন দুচোখ শূন্যতেই উম্মোচন;


তবু বর্ণগুলো অক্ষেপময়
দুর্বলা ঘাসে মিটমিট জোনাকি
জ্বলন্তময় রাস্তা ঘাট হাটবাজার
অতঃপর একদিন কঠিন শব্দ
মেঘ মুক্ত পানির মতো হয়ে যায়।


০২ ভাদ্র ১৪২৮, ১৭ আগস্ট ২১