হায় হেমন্ত, কখন গা গড়ে গেলো
ইট পাথর শহর থেকে- এতটুকু
বুঝতে পারলাম না! হেমন্ত তুমি
নবান্নের মৌ মৌ করা মধুর ঘ্রাণ;
নাকে এসে করে যাও ফান- ফান!
তবুও শিউলি ফুটে ঐ গাঁয়ে উঠান।


মায়ের হাতে পিঠা পুলির কি স্বাদ;
উড়ে আসে আমার আকাশ ছুঁয়ে-
বাতাসে পূর্ণ পূর্ণিমার ঝাঁঝাল রাত!
হেমন্ত তুমি কখন এলে- আমার অশ্রু
ভেজা সকাল- কতটুকু দেখলে বল?
ঝরে গেলো একখানা কৃষ্ণচূড়া প্রাণ।


০৬ কার্তিক ১৪২৬, ২২ অক্টোবর ২০
----------------------------------