=======================
কৃষ্ণচূড়ার এক বাগান করছি লালন
শুধু রাত দুপুরে একতারাটা যায় ছুঁয়ে যায়-
কত বর্ণমালার জ্বালা যেতনা-
ভোর সাজেতে কৃষ্ণচূড়া লালে লাল হয়ে যায় ;
কৃষ্ণচূড়ার এক বাগান করছি লালন।


সবুজ ঘাসের ডগায় জমাট বাঁধা আছে
কৃষ্ণচূড়ার ঘ্রান- সে পায় কি না পায়-
তাতে জোছনা চাঁদের কি আসে যায়;
শূন্য মেঘের ছবিটা শুধু শূন্যতে ভাসমান-
সেতো কৃষ্ণচূড়া লাল মাটির ছুঁয়া অম্লান।


১০ বৈশাখ ১৪২৬, ‍২৩ এপ্রিল ১৯
------------------------------