=========================
কৃষ্ণচূড়া ছেয়ে গেছে মনের আকাশ!
সেদিন পুস্কেনির আইলপাথরে হেঁটেই চলছিলে-
কোন বর্ণমালা নেই শুধু অমাবস্যার মেঘ;
তবুও আঁকতে চেয়েছিলাম কিছু রঙধনু ছবি।


অথচ বাঁশবাগানে হুতমপেঁচার রইল ভাব-
কিন্তু রঙধনু রঙে আঁকা হলো না-অবোঝ রাগীনির
উষ্ণতাই আঁকা হয়েছে কৃষ্ণচূড়ার রাঙা মেঠো পথ;


অতঃপর কৃষ্ণচূড়া ঝরে আর আকাশ পূর্ণিমাতে ফুটে-
কৃষ্ণচূড়া আর কৃষ্ণচূড়া আকাশ মেঘের খেলা।


১৯ বৈশাখ ১৪২৬, ০২ মে ১৯


----------------------------