যদি মাটির বুকে বসবাস করো তাহলে-
মাটিকে বোঝার শক্তি, অস্থা জ্ঞান নাই কেনো -
না থাকলে কি করে পুষ্ঠি ফসল ঘরে তুলবে ?
অবোঝ, অস্থাহীন বীজ বপন করো
তাহলে তো কলারগাছ, জল ভাসা নল -
মাকাল ফল -মনেই তো হবে।


গভীর অতলে গাভীর দুধ, মাংস ভাবো
ভাবো অগ্ঙুর, আপেল, মধু তবেই তো
মাটির বুকে সার পাবে আর তর তর করে
বোঝশক্তি অস্থা অনেক শক্তিশালী বড় হবে;


আর যদি কৃত্রিম সার চাও- অত:পর শূন্যেই চলে যাও,
নিজের প্রণয় সার সেখানেই খোঁজে পাও-
কৃত্রিম মাটির বুকে অচেতনার ঘুমে ঘুমাও।
০৯-০৯-১৭
-------------