============================
রৌদ্র চঞ্চল বাংলা একাডেমির বটছায়ায় দেখা,
কুহক দা! বলেন বাউল কি খবর এত কুহক দা!
বেশ কুলাকুলি, আবারও বলেন- নতুন বই প্রকাশ
হয়েছে বাউল; না দাদা- প্রশ্ন টাকাকরি নাই কুহক দা;
কুহক দা মুছকি হেসে উঠলেন এবং মানিবেগ থেকে
ভিজিটিং কাট হাতে ধরিয়ে,আবারো বলেন- বাউল!
চিন্তা করো না? জাস্ট একটা কল-হয়ে যাবে কবিতা প্রকাশ;


কি আত্মপ্রত্যয় খুঁজে পেয়েছিলাম কিন্তু তার কিছুদিন পর
মেসেজে কিছু কথার আদান-প্রদান হলো, কুহক দার করুণ
মেসেজে আর্তনদ, আমার সমস্ত গা শিউরে উঠেছিল;
সত্যই কুহক দা! সেদিন আমি এতটুকু বিশ্বাস করতে পারিনি
আপনি এতো গুরুতর অসুস্থ-তারপর ফেসবুকে শোকাহত
মিছিলের বহর কুহক দা আর নেই চলে গেলেন নাফিরের দেশে;
বড়ই শোকাহত বটছায়া, শোকাহত কবিতার কলম ও কাগজ;


কুহক দা! বেঁচে থাকবেন একুশে বই মেলার স্মৃতিরালিঙ্গনে
খুঁজে নিবো সমস্ত কবিতা লেখার কাগজে ও কলমে- কুহক দা!


২৮ ভাদ্র ১৪২৬, ১২ সেপ্টেম্বর ১৯
--------------------------------


উৎসর্গঃ প্রয়াত কবি কুহক মাহমুদ দার স্মরণে,আমার খুবি প্রিয় একজন কবি ছিলেন;