==========================
শহরের প্রাণী কেমন জানি আজব,
ত্রিনয়ন পেশী- নর্দমার জল, তিতলি মেঘী বিজলি-
তবু মাঝে মাঝে পুষা প্রাণী কুকুরও
বিশ্বাঘাতক হয়।


বুঝাই যায় না; পাগল হওয়ার আগে চিকিৎসা
না করে ছেড়ে দিলে এমনিতেই কামড় বসাবে!
এটাই কি স্বাভাবিক- অস্বাভাবিকের কিছু নয়-
শুধ কুকুর চোখ;


আর কত সতর্ক হবো; অকৃতজ্ঞতার পশু থাকে
তাহলে তরুলতার রাজ্যে কুকুর বিশ্বাঘাতকতা
করবেই বরং তারা কোন বংশ জাতের-
বালায়ী ছিল না-


সুযোগ পেলাই-
জঙ্গলের সুগন্ধ নিতে ছুটে চলে কুকুর চোখ।
১৫-১০-১৮
------------