========================
ঐ বাড়ির একটা কুকুর ছিল-
শক্রবিরল কি প্রণয় চিরল পথে
সারাক্ষণ আপন সুরে-ঘেও ঘেও করতে ছিল;
অথচ অঙ্গীনা জুড়ে কি বুঝার ছিল ভুল-
দূর দূর করে তাড়িয়ে দিয়ে ছিল।


এখন বাড়িটাও ভেঙে গেছে
ধূসর বরণ কুকুরটাও মরে গেছে-
মন শুধু শক্রবিরল ভাবে কি আর অতীতগুলো
মুছে গেছে- আর কি ভবসংসারে-কুকুর
পুষে- বিলেতি কুকুর অট্টালিকার পরে;


সেই কুকুরের মতো হবে কি
প্রশ্ন উড়ে গাঁয়-স্মৃতির যন্ত্রনায় ঘেও
ঘেও করে রে কুকুর করে রঙিলা বাড়ির সাজান
স্বপ্ননীলে রাতের জোছনাতে জ্বলে নিভে-
তবুও কুকুরকে বুঝার বড় ভুল ছিল।
২২-১১-১৮
------------