====================
লাজলজ্জা সেতো নদীর হাঁটু জল
জলের মধ্যে ধু ধু করে বালুচর-
কে ভাবে বলো দেখি অতীত বর্তমান
ভবিষ্যৎ,সবই জলের মাঝে আদুড়ঘর;


শুধু সময়ের আর্তনাদে বিবর্তন-
অদৃশ্য ঠোঁটের আদরে একি আসন
লাজ লজ্জার বহুরূপে কত না ঢং
স্বার্থের ক্ষমতা ছাড়ে না রঙের চং


ঢেউয়ের সাথে নদী চলে আপন গতীতে
নীতিহীন দেহঘরে শূন্যহাত অন্ধকারে-
সমস্ত লাজ লজ্জা কে দেখে তাতে
পথের আঁধারে সীমান্ত দুর্বাঘাস জুড়ে।
২১-০১-১৮
=======