এ রকম কি আছি- বলতে পারো মরে গেলেও
কেউ খুঁজ নেয় না- এর নাম পরস্পর সম্পর্ক!
ভীতরে অনেক কিছু আছে- বাহিরে স্বার্থ
ছাড়া আর কিছু হয়! হয় না- তবুও ফিরে আসি
গাঁই বাংলার মেঠো পথের অবল তাবল গান;
বলতে পারো এমন কেউ ঝাউতলার তুলসী স্নান।


ষড়যন্ত্র সজল চোখ আর মনের আচার আচারণ
দেখে বিদ্বেষ মনোভাব সৃষ্টি করে দেয় ভয়ঙ্কর ছায়া পথ-
অথচ সহজ সরল মনে ক্ষুধা মন্ধ- চলে ক্ষীণ রথ;
এটাই সত্য কেউ খবর রাখে- কেউ রাখে না-
তাতে কি ? জানাটা থেকেই গেলো অজানা রূপ-
এভাবেই বুঝি সম্পর্কের ক্ষত লাল জ্বলন্ত লাল ধূপ।


১২ মাঘ ১৪২৬, ২৬ জানুয়ারি ২১
-------------------------------