===================
যেদিন ফিরোজ মামার কাছ থেকে
শুনছিলাম বুদ্ধিজীবি হত্যার চিত্রপট
কি বীভৎস্য সেইদিনের রক্ত ঝরা দিন
মামার পাশে থেকে স্পর্শানুভূতির মন;
দুটি চোখ, মনে হলো আমি দেখেছি!
ক্ষত বিক্ষত গণহত্যার আর্তচিৎকার;


ভেসে আসছে- আমার কান ফেঁটে যাচ্ছে-
গলিত রক্তের আওয়াজ- নিত্যক্ষণ শুধু
বীভৎস্য শব্দ শুনতে পাই- এই ইট পাথরের
শহর জুড়ে হচ্ছে অন্তক্ষরণ-অতঃপর তোরাই
চিরঅমর, চিরঅমলিন, বাংলাদেশের আকাশে
বাতাসে, লাল সবুজ তোমায় পতাকা; বিনম্র
শ্রদ্ধা জানাই আর আপাদমস্তকে লাল স্যালুট।


২৯ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ১৯
------------------------------------