আমার একটা লাল সূর্য ছিল
সূর্যের চারপাশে খুবই যত্ন করে
লাল গোলাপের চারা লাগালাম-
অথচ ফুটল না একটাও ফুলও;
বিষণ্ণটা আকাশ মাটি, রঙিন মেঘ,
কি অদ্ভুত ? আমার লাল সূর্যটা
কি পুড়ানি না পোড়াল! ভোর
থেকে সন্ধ্যা- কষ্ট ঘাম ঝরল
পূর্ণিমা রাতে অশ্রু মায়া,ঝর্ণাকেও
হার মানায়- তবু লাল সূর্যটার
আফসোস হলো না,একটা গোলাপ
ফুটানোর দিকে, অহংকারি গন্ধ
সুবাস এখনও বয়ে যায়,ঐ লাল সূর্য।


১৭ কার্তিক ১৪২৯, ০২ নভেম্বর ’২২