==================
পিপড়ার চোখে ঘুমছুট দল
কখন নির্যাতনের উঠে বালুঝড়
তাতে কি কুট কুট সুরে
জিড়ে নিচ্ছে ঘুমপারানির মেঘ;


লালসার ঠোঁটে শকুনের উতপাত
লাল সবুজের সোনালী মাঠ
রক্ষা নাই -রক্ষা নাই- রক্ষা নাই
বিলের কিংবা ঝিলের পুঁটি মাছ;


পাবেনা হাতির পদঙ্কনিচে পিপড়া-
বালুঝড়ে পুঁটি মাছের আখড়া !
তবুও একঝাক লালসা ঠোঁট-
বার বার করে হরেক রকম বায়না।
০৪-০৭-১৮
------------