=================
তুমি প্রেম খেতে পারো
সাথে জাম
তুমি কমলী ডাটা খাও
সাথে আম;
তুমি কচুরিপানা খেলে
দোষ কোথায়-
দেহের ভিতর বাহিরে জ্যাম
বুঝতে না পাও।


কচুরিফুলে হারিয়ে যাও
প্রেমপদ্ম ফোট
জলের ঢেউ ভাসতে চাও
সবুজমুখে হাস
চারপাশে জঙ্গলি শাক দেখে
বিষম খাও;


ছিঃ ছিঃ বরবাদ  তাও সরস্বাদ
এই বুঝি স্বপ্নচারণ
গলির ভিতর রাত ছাড়া চাঁদ
তুমি কচুরিপানা
লাভের উপর লাভ নিয়ে খাও।


১০ ফাল্গুণ ১৪২৬, ২৩ ফেব্রুয়ারি ২০
--------------------------------