আর কত দেখবো লজ্জা আর লজ্জা মাখা দেহ-
আসলে লজ্জার কোন গন্ধ নাই মাংসপেশি হৃদয়!
কি করে বুঝবে আমি লজ্জিত; দেহহীন মানুষ-
একেই বলে মনুষ্যত্বহীন লজ্জার সাথে বস বাস;


ঘাসের উপর ফড়িং র নাচ-রেখেছো মাকড়সার ছাদ
আর কেউ হলে লজ্জায় মরে যেতো- একেই বলে
মনুষ্যত্ব আকাশ আর খেলেছো লজ্জাহীন তাস-
ভাবেই না বুকের উপর থাকবে গাড়া চাটাই বাঁশ।


০৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২১
------------------------------------