নদী তোর বুকে সর্বোচ্চ লুটে দিয়েছি
সেই পলি বালুর বুকে আবার ফিরে যেতে হয়-
কি মমতায় জড়ানো
কত না ভালোবাসার পরিচয় ?


কিন্তু নদী তা এতটুকু বুঝে না
তার পরিচয়টা আবার দিয়েছো খুব নিঠুরতা -
একি তোর প্রেমের ধারায়
সব ভুলাগুলা জল আর জল
ধু ধু জাগো চর আর চর।


তবুও বেঁচ্চে থাকি কিছু পাওয়ার আশায়-
তুমি তো উড়ে যাও তুলে বালুর ঝড় তুফান
দু’চোখে যন্ত্রনাময় ঝরে শুধু প্রণয় ।
১৯-০৭-১৭
------------