=====================
গণতান্ত্রিক নাম নেই
তো কি হয়েছে শান্তি মিশন !
সুনাম তো আছে জুড়ে।
সকালের কুয়াশা -রাতের হিমশীতল লতা-
শুধু কাজল ভুবনে গণতান্ত্রিক উষ্ণতা নেই;
থাকবেই বা কেমন করে-
সবার তো শীতলতা দেহমন !
দেখো –দেখো ঐ যে ভয়ে পালাচ্ছে বাঘ-
এই বুঝি গণতান্ত্রিকের আসলো মাঘ।
নাম নেই তো কি হয়েছে-
এবার আসবে ঘুরে উষ্ণতার সুনাম;
সবুজ কবিতার পৃষ্ঠা যাবে মুড়ে।


৩০ পৌষ ১৪২৫, ১৩জানু’১৯
---------------------------