==========================
মায়া চোখের জল কিন্তু
শ্রাবণ মেঘের রঙ- যেন বৃষ্টি উজ্জ্বল!
বিস্মৃতির ঘাত শুধু মৃত্যুর যন্ত্রনা বাতাস দৌড়-
যেনো সব ঝড়ের ভয়ঙ্কর আওয়াজ।
তবুও মায়াস্বরের কথার ঠোঁটে ভাজ-
উত্তর দক্ষিণে বাঁধভাঙ্গা মিছিল, এক সময়
কেটে যায় সমস্ত মেঘ মুক্ত মায়ার ছল- অতঃপর
জীবনের আঁকে বাঁকে পাকালঙ্কার ঝাল;
যেনো লাল টকটকা লঙ্কারের মাঠ- খুঁজে
বেড়ায় শুধু ধু ধু বালি চরের মায়া রোদ।


২৮ কার্তিক ১৪২৬, ১৩ নভেম্বর ১৯
---------------------------------