=================
মাঝির সোনা বরণ বৈঠা আছে
শুধু ভাটির কুল কিনারা নাই রে
নদীর রূপালি অথৈ জল আছে
আরে ঢেউ নদীর-নাই নাই রে;
তবুও চলায় মাঝি জলসুখ বৈঠা
স্থলভাগের এতটুকু স্বাদ নিয় মিঠা
ও মাঝির সোনালি উজান বইয়া।


রূপালী জলের উপর ভাসে গাংচিল
উড়া উড়া নীলাসমান জুড়ে নীল-
গায়ের পাড়ায় খেলে- জল ছুঁয়া
ও মাঝি তোর নিশি গেলো ফুরিয়া!
জোয়ার ভাটা মেঘে রঙধনু রঙ
চাঁদ নিল জোনাক পুড়া জল মিশিয়া-
ও মাঝির সোনালি উজান বইয়া।


১১ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৫ মে ১৯


---------------------------