যখন মাটির অটবীতে ঘুম পারবো!
মনে থাকবে বা মনে পড়বে এ মৃত্তিকার
জ্বালানময়ী কথা; জানি তোমার অটবী
খুব চঞ্চলময়ী রাগ অনুরাগে পূর্ণিমার রাত।


হয় তো এক মাত্রা ভুমিকম্পন হতে পারে
বা নাও পারে- তবে আমার অটবীতে খুব
বেশী পরিমানে একটা ঘ্রাণ পাই যা তোমাকে
বুঝাতে পারবো না! চিনে নিতে পারবে তো;


আমার নিঝুম অটবীর সবুজ শিতল বাতাস
এই দেখও সবসময় তোমার সোনালি অটবীতে
ঘুরে বেড়াই তুমি হয় তো অবাক হবে- শেষ
অনুরোধ করবো এসো কিন্তু আমার মাটির অটবীতে।


০৩ কার্তিক ১৪২৬, ১৯ অক্টোবর ২০
-----------------------------------