=============================
এই ক্ষণস্থায়ী সময়ে যারা ধ্বংসশীল, সৃষ্টিহীন
জানেন কি নিজেকে তারা, মানুষ না অন্যকিছু!
ঐ জানয়ারদের মধ্যেও স্তনপায় প্রাণী আছে
ক্ষুধা আছে,নিদ্রা আছে- মায়াময় জঙ্গলে কি বসবাস?
কিছু দেখো না কিছু বুঝো না ঘোর অন্ধকার সংসার
অথচ এই ঘোর পাল্লা “সময়” কতই না ছুটছে-
তোমার পিচু- পিচু -তবুও তোমার কাছে মূল্যহীন
বোধহীন- এই বুঝি থমকে দাঁড়ায় “সময়” তাও ভাবনা-
এই তো বৃদ্ধ লাঠি- সারিবদ্ধ মনুষ্যত্বহীন ভেঙ্গে পরে
বিছানায় দেখে নিয় ঘাসদুলা মাটি- নেই কোন ভাগাভাগি।


১১ কার্তিক ১৪২৬, ২৭ অক্টোবর ১৯
-----------------------------------