===================
মাথার চারপাশ জঙ্গলের আখড়া
কোন জঙ্গল ভালমন্দ-
বুঝার মাঝে শুধু দণ্ড;
অবশেষ মাথা নেড়া করা হলো
নতুন কিছু সৃষ্টির আশায়!
তবুও সংঘাত- বোধচেতনা বরবাদ-
অতঃপর মাথা ঘুমিয়ে যায়
মাঝিমাল্লা সুদূর গায়ে রেখে দর্পন-
একেমন মাথার যন্ত্রনা
বালুচরে ফলকে উঠে ধূসর জল্পনা।
২১-০৪-১৮
========