মাঠের পরে ঘর দেখি
সোনালি মুখের হাসি;
নদীর বুকে ঢেউ দেখি
সকাল দুপুর সাঁতার কাটি;


কত নামের বাহার শুনি-
আমার নামের হিংসা পুড়ি!
প্রেমের কথায় শুধু আগুন
অনেক দূরে গেলো ফাল্গুন


তবুও ঘর দেখি বাড়ি দেখি
আইলপাথারের মুখোমুখি
মেঘলা বাদল ঝরে আস যদি
হাত স্পর্শে ভরে যাবে মাটি।


০৭ ফাল্গুন ১৪২৬, ২০ ফেব্রুয়ারি ২১
--------------------------------