=====================
ভাবের মাঝে মোর চাচা বেশ রোমান্টিক-
আরে সবার মুখে বিক! পন্থাভাত খায় ঠিক;
শীতের চাদরটাও রঙিন-মশার কামর মিট-
উল্টে মারে ডিক-জলের সাঁতার দিক দিক,
বাগান জুড়ে গোলাপ ঘ্রাণের ঝিপ ঝিপ।


এ সময়ে খায় না চাচা, জলপাইয়ে পিঠ
গাছের গুড়ায় তেঁতুল বিজির ছিপ ছিপ;
তবুও ভাই মাটির গায়ে নাতো চিট চিট-
চাচার মনে সবার আগে বসত করে ফিট
যাচ্ছে নকে-পাচ্ছে ঠোঁটে একেমন নিক।
২৯-১১-১৮
-------------