রঙিন আবেগ ধূসর কষ্ট দুটোর প্রেম অনেক;
জায়গা নেই, আইল নেই, সীমানা নেই,
দৃষ্টির আকাশ শুধু মধ্যরাতের পূর্ণিমা!
এক মাটির গন্ধ, চারপাশ সোনালি ঢেউ-
আবেগের উন্মাদ-নীরবতা কষ্টের অন্তিম
যার শেষ পরিনীতি সবুজ ঘাসের মাঠ-
যেখানে জোনাক ফড়িংর খেলা, দৃশ্যের
আড়ালে কুয়াশার রঙ বিরল অশ্রু জল-
ভেসে আসে আবেগ কষ্ট বুক নিঃশ্বাস
বাতাসে মিশে যায়,সমস্ত মাটির গন্ধ আশ।


২৯ কার্তিক ১৪২৯, ১৪ নভেম্বর ’২২