এতো বরর্বতা এতো নিঠুরতা
এতো বঞ্চিচিতা এতো অমানবিকরতা
এতো রক্তজল দেখে দেখে
আমার আকাশের মেঘ বাদল-
আষাঢ় শ্রাবণ মরে গেছে !


দুচোখে ফাল্গুন নয় নিঃসঙ্গীতায়-
নির্বধী ধু ধু অগ্নি স্বজল মাঠ!
তাও আবার একাচিত্তে দাবানল জ্বলছে,


এর শেষটা এতটুকু দেখবে না-
শুধু পরাজয় ঘটবে এক কালনিশার দুর্বৃত্তে;
এতপর মেঘলা বাদল আমার আষাঢ়
শ্রাবণের মেঘ মরে গেছে।
০৮-০৭-১৭
-------------