===============
তোর আকাশে মেঘ নাই
নাই রে একটাও তারা-
ঘাসফুলে উড়ে না তাই
একটা ফড়িং ছাড়া;


মেঘের বাড়ি নীলে আড়ি
এপূর্ণিমাতে খুব-থাকো বুঝি চুপ-
জীবন মাঝে কি বা পেলে
দেখলি না রঙধনূ রঙের সব;


সেতো আকাশেও নেই
বাতাসেও নেই শূন্যতেই হুশ
থেকেই গেলো তোর
আমার জলেরী আফসোস;


দৃষ্টির আরাল শুধু কে দিবে
স্বাক্ষী বল কৃষ্ণচূড়া না তরুলতা
না রবি শশী না এ ত্রিভনে-
আঁধার জুড়ে আলোক সজ্জা।
২৭-১১-১৮
-------------