==================
তোর রঙ ছড়া ঠোঁটের বহর-
ও কথা ভাবছে বসে- ও কথা ভাবছে
বসে- অবেলায় দেহের বাসর-
ও আঙুল অসুখ ধরেছে; চাই না
চাঁদের হাসি- কত রক্ত ঝরা কাশি-
তবুও হেঁটে যায় -যায় পূর্ণিমার শশী।


আবার ভাবছো রৌদ্রাজ্জ্বল উষ্ণতা
গাঁয়ে পাড়ে ভীষণ ধরেছো সহিষ্ণুতা-
আরও বাঁকি- কথার ফাঁকি- নিশি কাটে
তারা গুণে গুণে ঠোঁটের বহর থামবে না-
যতই হোক না- আঙুলের অসুখ- গড়-গড়
করবে মিছিলের আওয়াজ,মেঘ ভাঙ্গা বাড়ি।


২৫ অগ্রহায়ণ ১৪২৬,১০ ডিসেম্বর ১৯
---------------------------------