শিশির ভেজা ভোর যেনো নিস্তব্ধ;
শুধু স্বপ্ন আঙ্গিনায় শূন্যের পৃথিবী;
আট চরণ হেঁটে যায়- শেষ গন্তব্য
কি মায়াময়? মেঘাচ্ছন্ন বৃষ্টি কেও
হার মানায়- সকাল দুপুর এমন কি
যুগ- যুগান্তর অথচ প্রেমময় পৃথিবী
মনের চৌকাঠ অবলোকন করে না;
এভাবেই মেঘ শূন্য ভাসছে আকাশ
অথচ ঘুমপারাটা জানে না কাশফুল-
চাঁদ তারা খেলে মৃত্তিকার মধ্যভাগে।


১৮ আশ্বিন ১৪২৯, ০৩ অক্টোবর ’২২