==================
সেই দিনোক্ষণ ফিরবে না আর
চলো ক্ষণেক্ষণে বদলে যায়-
শুধু বেঁচে থাকার জন্য আজ;
কিছু কৃতী- কিছু সৃষ্টি গড়ে যাই ।
দেখো শুধু স্মৃতির অতলস্পর্শে
জল বল আর শাপলা ফুল-
বিবর্তন ঐ কয়ের বিল- ডুবার ঝিল
তাহলে যে, ফিরবে না আর
তাকে খুঁজ কেনো ধ্রুবতারা নীলিমার নীল;
মন ফিরানো গল্প শুনাও, কি লাভ-
চলো নিত্যনতুন সৃষ্টির উল্লাসে !
তাতেই অমর্ত্যের ঘ্রাণ ছড়ে উষসীর মিছিল।
১২-০৩-১৮
========