================
অসুখেতে সুখ মিলে-
দুঃখতে ভালই ছিল মনে
আর স্বপ্নেতে বাসা বাসি-
রইল শুধু গন্ধ ফুলে;
এখন কুলেতে স্বার্থবাজি
ঘুঘু বসে না সরিষা মাঠে
এই সুখেতে অসুখ হলে।


কালো হাতে ফর্সা মেঘ ছুঁয়া
রোগস্মৃতির নাই তো ধোঁয়া-
শালিকের শুধু গান গাওয়া
চিত্রবিলাস বিলের ঝিলে;
তবুও সুখেতে অসুখ হলে-
আরে ভালই ছিল ফুল বনে
মন কাঁদে না শ্রাবণ ঝরে।


২৭ আষাঢ় ১৪২৬, ১১ জুলাই ১৯
--------------------------------