কেউ মেঘ হতে চায় বৃষ্টি
কেউ আকাশ নীলে তারা-
দক্ষিণা হিমেল হাওয়া বাতাস
হৈমবতী এমন কি বনলতাসেন
অথচ আমার কোন সংজ্ঞা নেই
যেটুকু গন্ধ আছে মাটিময় মাটি;


কেউ প্রজাপতি ডানায় উড়তে চায়
ময়ূরী পেখম তুলা বাহারি রঙ-
টুনটুনি বাসার মত লেবুগাছে বাসা
অথচ আমার গুণতে হয় অমাবস্যার রাত!
তবু মনপুড়া মন নিস্তব্ধ আধার
কে জানে এমনটি ক্ষণ শুধুই মনপুড়া মন।


১২আষাঢ় ১৪২৮, ২৬ জুন ২১
----------------------------