চাইতে পারও বেশ- বেশ
এক গলা মাটির মন ভাবনার প্রকাশ-
হিম শীতল স্পর্শের আলিঙ্গন!
ছুঁইতে পারও মন ভাবনার প্রশান্তির উঠন;
এ অষ্টপ্রহর কাটল- কেমন করে
বুঝে না আমার শ্রাবণের মেঘ-
ভাসাতে চাই তোমার আকাশ।


পদচিহ্ন অভিমান শুকিয়ে গেছে
কৃষ্ণচূড়ার মাঠ বয়দান জড়িয়ে আছে
সোনালি ধূলির সুবাসিত গন্ধ ঘ্রাণ;
শত রাত পুহালো পূর্ণিমার চাঁদ-
তবুও ভাববো মন ভাবনার প্রকাশ
এ ভরা জ্যৈষ্ঠে পাঁকা ফল খাও-
মনের ইচ্ছা দুলে দুলে আনন্দে উল্লাস।


২০ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৩ জুন ২১
-------------------------------