জীবনের ভাবনাগুলো যদি ধূলির মতো
এলোমেলো হয়! তাহলে তো সংসার ঘর
অব্যয় সঞ্চয়হীন, সন্দেহ রবেই; কি হবে
কঠি পাথার হয়ে- হও যদি সুগন্ধী সাবান
তাও কিছুদিন সুবাস ছড়বে পাড়ায়-পাড়ায়;
এমন কি ঐ ঘাস বালি বিছানায়- দেখো একটু


ভেবে- ভেবে; হয় তো ভাবনার সাথে স্বপ্নের
মিল নাই- তাতে কি- জীবনের গল্প তো আছে-
ধর! সংসার নেই- ঘর নেই- আকাশ নেই, বাতাস
কিছু নেই- তার মানে ওখানেই ফুরিয়ে গেছে
ছোট ফাল্গুনী মন; মনের চারিধারে সোনালি
গল্প মাখা ভোর- এমন কি বেগুনী ক্ষ্টগুলো-
সাদা মেঘ যেনো ঝড়বৃষ্টি- তবুও জেগে থাকা মন।


০২ মাঘ ১৪২৬, ১৬ জানুয়ারি ২১
--------------------------------------