=================
তোমার কি মনে আছে?
ঔ যে পাশে একটা আতার গাছছিল-
রোজ আতা চুরি করে খেয়েছি
আমি তো খেতেই পারিনি
তবে কলা, তেঁতুল ভতা বেশ পছন্দেরছিল
তারপর সেই ভদমদাড়,গোল্লাছুট,বৌছি,
খেলা যেনো ছুঁয়ে যেত সন্ধ্যার হাহাকার;
সেই দাদীর কথা খুব মনে আছে
কত বার দৌড়ানি তারা খেয়েছি- কত ঝগড়া ?


তোমার কি মনে পরে-
আজ থেকে কত বছর উঠানে বড়োই গাছ
কত বড়োই পেরেছি তোমাকেও দিয়েছিলাম
আম,জাম আমাদের গাছের আমড়া,
রোজ তোমার কাছে পাঠাতাম-
মনে পরে- খুব মনে পরে- আজ! যেন আকাশ শূন্য মেঘ
জানি কেমন করে শুধু তারাকে ছুঁইতে চাই !
পূর্ণিমা রাতের ঝিঝিপোকার সাথে মিশতে চাই
তবুও যদি তোমার মনে পরে।


০২ চৈত্র ১৪২৫,১৬ মার্চ’১৯
------------------------