======================
মনহীনতার দল করল বুঝি
ইতিহাস সূচনা- ইতিহাস সূচনা!
সরিষা ফুলের মাঠ- হলদা রঙের ঘাট;
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল।
হিমেল হাওয়া- উষ্ণচূড়া, সবুজ প্রকৃতি
সুরে ধ্বনি করল বুঝি- ছিঃ- ছিঃ- ছিঃ-
মনহীনতার দল।


এই দ্বন্দ্বতা ভাঙ্গবে কে-
রক্ত নদী দেখবে কে-
তুমি কি পারলে অর্জিত সবটুকু
সঙ্গে করে নিয়ে;
যেতে হবে নেংটা বেশে
অবশেষে বুঝলে কি?
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল;


সবুজ দিগন্তে ঘাসফড়িং উড়বে না-
পূর্ণিমা রাত জ্বলবে না
আঁধারে জোনাকিদের
অভিশাপ শুনতে হবে-
অনুতপ্ত শিহরণ জাগবে কি
ভুলের গায়ে রঙধনু উঠবে কি?
তবুও বলবো না বিবেকহীনা
ভেবে দেখ যেতে হবে নেংটা বেশে
সঙ্গে কিছুই রবে না
নইলে ইতিহাস করবে-
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল।


১২ মাঘ  ১৪২৬, ২৬ জানুয়ারি ২০
--------------------------------