======================
কাঁচের মানবতা গড়ে কাব্যরসের ইতিহাস
তাতে মানুষে ভাঙ্গে ছিড়ে কবিতার দুই হাত-
অথচ ঈশ্বর শুধু অপেক্ষায় আছে;


ঐ চাঁদের পানে ঝরেছে কৃষ্ণচূড়ার দৃষ্টিপাত
আর আমি শুধু আমি হেটেই চলচ্ছি-
আঁধার কিংবা আলোর রথে-


তবুও মানুষগুলো দেখে না- বুঝে না
সৃষ্টিসুখের উল্লাস ঘোড়াডিমে ভব-
ভবের মাঝে নীল সবুজের এ বাড়ি;


কেমন করে উত্তর দক্ষিণ দেবে পাড়ি-
পোকামাকড় সঙ্গে রইল যতসব আড়ি-
দেহের মাঝে বাজে না মনখেয়ালি।
০৬-০৯-১৮
-----------